যশোরের অভয়নগরে আকিজ জুট মিল পরিদর্শন করেলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি. জাহাং জুও।
আকিজ গ্রুপের হেলিকপ্টার যোগে রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আকিজ জুট মিল অভ্যান্তরে অবস্থিত আকিজ সিটি সেন্টারে ছাদে অবতরণ করেন। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। পরে রাষ্ট্রদূত আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও জুট মিল পরিদর্শন করেন। দুপুরে আকিজ দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চীনা রাষ্ট্রদূত। এসময় তিনি বন্ধু প্রতিম বাংলাদেশকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আকিজ জুট মিলের সমৃদ্ধি ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার কথা ও বলেন। পরে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা চীনা রাষ্ট্রদূতের সৌজনে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ জুট মিলের চীনা বাইয়ার জিয়াং ঝিং, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, আকিজ গ্রুপের প্রতিনিধি জহিরুল হক ভুইয়া, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, এজিএম আবু জাফর পরামানিক, এডমিন ম্যানেজার সুব্রত শর্মা প্রমুখ। দুপুরের খাবার শেষে রাষ্ট্রদূত ঢাকার উদ্দেশ্যে রওনা হন।