‘অভিনন্দন’ শব্দটার মানেই বদলে যাবে এবার: মোদি

ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানের প্রতি ইঙ্গিত করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ‘অভিনন্দন’ শব্দটার মানেই বদলে যাবে।

ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানায়, উইং কমান্ডার অভিনন্দন ভারতে ফেরত যাওয়ার পর প্রথমবার জনসমক্ষে দেয়া ভাষণে শনিবার একটু তির্যক ভাবে ভারতীয় পাইলটের কথা উলেখ করেন মোদি।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশের পর অভিনন্দনের মিগ-২১ বিমানটি গুলি করে ভূপাতিত করে পাক সেনারা। এর দু’দিন পর তাকে ‘শান্তির ইঙ্গিত’ হিসেবে ফেরত পাঠায় পাকিস্তান। এরপর মোদি বললেন শব্দের আভিধানিক অর্থ বদলে দেয়ার ক্ষমতা রয়েছে ভারতের।

গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ও বিদেশি অতিথিদের মোদি বলেন, ‘ভারত যাই করুক, বিশ্ব তার প্রতি মনোযোগ দিবে। অভিধানের শব্দের অর্থ বদলে দেয়ার ক্ষমতা রয়েছে এই দেশের। একসময় ‘অভিনন্দন’ শব্দটার ইংরেজি অর্থ ছিল ‘কংগ্র্যাচুলেশনস’। এখন ‘অভিনন্দন’ শব্দটার মানে বদলে যাবে। এই দেশের এই শক্তি রয়েছে,’ তুমুল করতালির মধ্যে বলেন মোদি।