কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে আহত ২৮

ফের বিস্ফোরণে কেঁপে ওঠেছে ভারত অধিকৃত কাশ্মীর রাজ্য। জম্মু শহরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে বুধবার বেলা ১২টা নাগাদ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় গুরুতর হয়েছেন কমপক্ষে ২৮ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বাসের ভেতরে কেউ ছিল কিনা সেটা স্পষ্ট নয়। হামলার পর গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় লোকজন। তারাই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।

জনাকীর্ণ বাসস্ট্যান্ডে ইচ্ছাকৃত ভাবে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। হামলার পর কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে গোটা এলাকা জুড়ে।

এ হামলায় কোনো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই হামলার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

গত মাসের ১৪ তারিখ এ রাজ্যের পুলওয়ামাতে জঙ্গি হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৪৪ সদস্য প্রাণ হারিয়েছিলো। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় নিয়েছে। এরই মধ্যে ফের গ্রেনেড হামলা হল জম্মুতে।

সূত্র: এনডিটিভি