ট্রাক উল্টে ২৫ অভিবাসী নিহত

মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর সিয়াপাসে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মালয়েশিয়ান সংবাদ মাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’। ঘটনার দিন রাতে মধ্য আমেরিকার বাসিন্দাদের বহনকারী একটি ট্রাক মেক্সিকোর সিয়াপাস শহর দিয়ে যাওয়ার সময় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৫ অভিবাসী নিহত এবং আরো ২৯ জন আহত হয়েছে। তবে আহতদের চিকিৎসার বিষয়ে কিছু জানা যায়নি।

মধ্য আমেরিকার হাজার হাজার মানুষ প্রতিবছরই মেক্সিকো হয়ে বিপদ সঙ্কুল পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে থাকেন। এদের বেশিরভাগই হন্ডুরাস, এল সালভাদর ও গুয়েতেমালার বাসিন্দা।

গত অক্টোবরেও মেক্সিকো হয়ে ৭ হাজারের মত অভিবাসী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পৌঁছেছিলো।

সূত্র:নিউ স্ট্রেইটস টাইমস