যশোরে তুচ্ছ ঘটনায় দেবরের হাতে ভাবি খুন

jessore map

যশোরের ঝিকরগাছার গুলবাগপুর গ্রামে খাদিজা বেগম (৫০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের নাবেদ আলীর স্ত্রী।

নিহতের স্বামী নাবেদ আলী জানিয়েছেন, তার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ভাই রজব আলী পঞ্চার সাথে বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায় তাদের একটি ছাগল রজব আলীর বাড়িতে যেয়ে রান্নাঘর থেকে লবন খায়। এ সময় রজব আলীর পরিবারের লোকজন তাদের ছাগলটি বেধে রাখেন। সন্ধ্যারাত সাড়ে সাত টার দিকে তার স্ত্রী খাদিজা বেগম ছাগলটি আনতে দেবরের বাড়িতে যান। এ সময় তার স্ত্রীর সাথে দেবর রজব আলীর কথাকাটাকাটি হয়। এক পর্যায় রজব আলীর নের্তৃত্বে তার ছেলে মানিক ও জামাই সামাউল লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে পেটাতে খাদিজাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০ টায় তাকে ঢাকায় রেফার করা হয়। পথিমধ্যে ফদিরপুর পর্যন্ত গেলে অ্যাম্বুলেন্সের ভিতরে তার মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্যে আবারও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তিনি এ ঘটনা শুনেছেন। তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।