কালাইয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২ আহত ২৫

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছে অন্তত ২৫ জন।

শনিবার রাতে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-কালাই উপজেলার পুনট মোল্লা পাড়ার মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে আফতাব সরদার (৫৫) এবং মাইশ্বা পাড়ার চারু মহন্তের ছেলে রতন মহন্ত (৪৮)। গুরুতর আহতরা হলেন, মুসা (৪২), সোবহান (৪০), রানা মিয়া (৩৮), বায়জিদ (২১), মহসিন (৩২)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, গত ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচনে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন নৌকা প্রতীকে জয়লাভ করে।

এরপর থেকেই উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদার নেতাকর্মীদের সাথে মিলনের নেতাকর্মীদের মধ্যে নির্বাচন পূর্ববর্তী বিরোধের জের ধরে প্রায় সময়ই বাক বিতন্ডা ঘটে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে মোসলেমগঞ্জ বাজারে দুই পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষে নব নির্বাচিত চেয়ারম্যান মিলন গ্রুপের দুইজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। আহতদের কালাই, জয়পুরহাট ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জয়পুরহাট জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেনসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড ফাকা গুলি ছুড়ে উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে স্বজন ও প্রতিবেশীরা এ ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন।