বেনাপোল পোর্ট থানার পুটখালী ও বারোপোতা মাঠ থেকে পৃথক অভিযানে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।
২১ বিজিবি লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ইছামতি নদীর পাড় থেকে বেলা ৪ টার সময় ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং অপর এক অভিযানে বারোপোতা মাঠ হতে বিকাল ৫ টার সময় ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল কোম্পানি সদরে জমা করা হবে এবং সেখান মাদকদ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।