হোলি উৎসবে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ

পুরাতন ছবি

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে হোলি উৎসব উপলক্ষে দু’দেশের মধ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে ছুটি না থাকায় বেনাপোল বন্দরের পন্য খালাস ও পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ভারতের ট্রাক চালকরা হোলি উৎসব উপলক্ষে পন্য পরিবহন বন্ধ করে দেয়। যার ফলে আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ কাস্টমস বন্দর এর সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দরে হোলি উৎসবে আমদানি – রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর খোলা রয়েছে এবং বন্দর থেকে পন্য খালাস চলছে।

বেনাপোল চেকপোষ্টে ওসি তদন্ত মাসুম রেজা বলেন, সকাল থেকে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ভারতের হোলি উৎসব উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক ট্রাক আটকা পড়ে রয়েছে। বাংলাদেশের আমদানিকৃত অনেক শিল্পকারখানার কাঁচামাল ও পচনশীল পন্য রয়েছে আটকা পড়ে থাকা ট্রাকে।