যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের ষাটোর্ধ জোসনা মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ শনিবার বিকালে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সমীর বাওয়ালী জানান, স্বামীহারা জোসনা মন্ডল দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করে চলেছেন। সে শাক-সবজী বিক্রি করে নিজের সংসার নিজেই চালাতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
ওসি আলমগীর হোসেন বলেন, নিহতের গায়ে লাঠিপেটার দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ জানায় এঘটনায় হত্যা মামলা দায়ের হবে।