যশোরের শার্শায় গত বুধবার (২০ মার্চ) পল্লী বিদ্যুতের গাড়ির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যায় বুরুজবাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর। এ ঘটনায় শিক্ষার্থীর ক্ষতিপূরণ, নিরাপদ সড়কের দাবিসহ ৭ দফা দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। পরে শার্শা উপজেলা প্রশাসন দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত করলে সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার শ্রেণিকক্ষে ফিরে যায়।
শনিবার সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত কর্মসূচী চলাকালে যশোর-বেনাপোল মাহসড়ক ও যশোর-সাতক্ষীরা সড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
কর্মসুচী চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় আহত ৩ শিক্ষার্থী ও ভ্যান চালকের সুচিকিৎসা নিশ্চিত, স্কুলের সামনে গতিপ্রতিরোধক নির্মাণ, দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ চালককে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাভারণ বাজারে একটি জিপ গাড়ি তিন স্কুলছাত্রী বহনকারী ভ্যানকে চাপা দেয়। এতে মোফতাহুল জান্নাত (নিপা) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি ও নবম শ্রেণির রিপা ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক জিপগাড়ীটি ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।