যশোরের ডাকাতিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আ’লীগ কর্মী জখম

যশোরে অধিপত্ত বিস্তার করাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী জখম হয়েছেন। গুরুতর অকস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী।

আহত রফিকুল জানিয়েছেন, ডাকাতিয়া গ্রামে দু’গ্রুপের অধিপত্ত বিস্তার করাকে কেন্দ্রকরে একই গ্রামের আরিফুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে বিরোধ চলে আসছিলো। শুক্রবার রাতে তিনি স্থানীয় শান্তির মোড় নামকস্থানে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আরিফুল ইসলামের নের্তৃত্বে হাবিবসহ সাত-আট জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।