যশোর পুস্তক সমিতির কার্যালয়সহ শহরের সকল বইয়ের দোকান ষড়যন্ত্রমূলক উচ্ছেদ করার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখা। এছাড়া প্রতিবাদের অংশ হিসেবে আগামী দুই দিন জেলার সকল বই এর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি।
বুধবার দুপুরে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে বক্তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়, ভৈরব নদ খননের নামে ষড়যন্ত্র মূলক ভাবে প্রশাসন আমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে। আমরা নদী খননের পক্ষে। নদীর মধ্যে আমাদের কোন জায়গা নেই। আমাদের এই জায়গাগুলি প্রশাসনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় লীজ গ্রহণের মাধ্যমে নেয়া। দীর্ঘদিন ধরে দোকান ঘর নির্মানের অনুমতি গ্রহণ করে আমরা ব্যবসা চালিয়ে আসছি। বর্তমানে আদালতে একাধিক প্রতিষ্ঠানের পক্ষে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা চলমান আছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি আবুল হাসান ,সাধারণ সম্পাদক মহসিন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচী শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।