যশোরে ভৈরব নদের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু

যশোরে ভৈরব নদের পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ অভিযান শুরু হয়। প্রথম পর্যায়ে ভৈরব নদের যশোর শহর অংশের ৮৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গতবছরের জানুয়ারি থেকে ১২৯ কিলোমিটার দীর্ঘ ভৈরব নদ খননের কাজ শুরু হয়। কিন্তু শহর অংশে নদটির বেশিরভাগ জায়গা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী লোকজন দখল করে রাখায় খননকাজ শুরু করা যাচ্ছিল না। নদের জায়গা থেকে দখলদারদের উচ্ছেদ করতে যশোরবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। তারই প্রেক্ষিতে প্রশাসন দখলদারদের উচ্ছেদ করে ভৈরব নদ খনন প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, ভৈরব নদের যশোর শহরের কাঠেরপুল থেকে বকুলতলা পর্যন্ত ৮৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।