বিজিবির হাতে ভারতীয় নিষিদ্ধ ইনজেকশনসহ একজন আটক

বিজিবির সদস্যরা যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় নিষিদ্ধ ইনজেকশনসহ জাহিদ হাসান নামে এক চোরাকারবারিকে আটক করেছে। জাহিদ শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার মাইসা ডাঙ্গা বারোপোতা গ্রামের আলী হোসেনের ছেলে।

২১ বিজিবির খুলনা ব্যাটেলিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, বেনাপোলের শিকড়ি চারা বটতলা মাঠের ভিতর দিয়ে চোরাচালানিরা ভারতীয় নিষিদ্ধ বিভিন্ন
প্রকার ইনজেকশন নিয়ে আসছে। এখবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ শ ৪৭ পিচ ইনজেকশনসহ জাহিদকে আটক করে।

জাহিদ বিজিবিকে জানায়, ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ইনজেকশন যশোরসহ দেশের বিভিন্ন জেলার বিক্রি করা হয়। আটককৃত ইনজেকশনের আনুমানিক মূল্য ৯ লাখ ৮৭ হাজার ৫শ ৭০ টাকা। আটককৃত ইনজেকশন
ও আসামি জাহিদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।