যশোরে শিলাবৃষ্টি

যশোরে শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরে বৃষ্টি শুরু হয়। যদিও আগেই চৌগাছা, ঝিকরগাছায় শিলাবৃষ্টির হয়। বৃষ্টির সঙ্গে বড় আকৃতির শিলা পড়ছে। বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। বড় বড় শিলাখণ্ডে রাস্তা, মাঠ সাদা হয়েছে।

এমন শিলাবৃষ্টিতে ধান, আম, লিচু সহ বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন কালবৈশাখীর মৌসুম। প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস। এ কয়েক মাসেই সচরাচর বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী আঘাত হানে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।