বাগেরহাটে জাগরণী চক্রের কিশোরী হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে কিশোরী হ্যান্ডবল প্রতিযোগিতা। বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ জেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন কিশোরী। প্রতিযোগিতায় স্বাগতিক বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলকে ১১-০৯ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাসাবাটী মাধ্যমিক বিদ্যালয়।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারজানা আক্তার। বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিকি, উপজেলা স্পেশালিস্ট মোহন লাল ঘোষ প্রমূখ।

এদিকে একই দিনে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা এবং দেয়াল পত্রিকা উৎসব। এখানে অংশ নেয় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমগ্র আয়োজনে আর্থিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।