ঝিকরগাছায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে নারী শিক্ষা প্রতিষ্ঠান যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পাশ করেছে। বিদ্যালয় থেকে এবছর ১৬৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

ফলাফলে দেখা গেছে বিদ্যালয় থেকে ভোকেশনালে ২১জনসহ ৪১জন এ প্লাস পেয়েছে। ১১৪ জন এ গ্রেডসহ বিভিন্ন গ্রেডে সকল পরীক্ষার্থী পাশ করেছে। বিদ্যালয়ের পাশের হার ১০০%। এর আগে ২০১৮ সালে ঐতিহ্যবাহী বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল এবং একই সালে শিশুদের মৌসুমি দেয়ালিকা প্রতিযোগিতা দেশসেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

জাতীয় ও স্থানীয় পর্যায়ে এই সফলতা ধরে রাখতে ঝিকরগাছার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল। উলেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক ২০০৯ সালের ২০ ডিসেম্বর যোগদান করেন। ২০১৬ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন বর্তমান প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী।