সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমীন

rumin farhana bnp

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেন তিনি। তার মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব আবুল কাসেম।

একাদশ জাতীয় সংসদে বিএনপির ৫ জন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনে একজনকে মনোনয়ন দিতে পারছে বিএনপি। ওই আসনে আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমীন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল উকিল আব্দুস সাত্তারকে।