ঝিকরগাছায় ফুলচাষী, ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় আধুনিক ও উন্নত পদ্ধতিতে ফুল উৎপাদন, সংগ্রহত্তোরের ব্যবস্থাপনের মাধ্যমে মানসম্মত ফুল ও ফুলের বীজ সংরক্ষন এবং বাজারজাত করণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির আয়োজনে পানিসারা গ্রামস্থ নির্মানাধীন কোল্ড স্টোরেজ ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ঝিকরগাছা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাধন কুমার বিশ্বাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

এসময় বক্তব্য রাখেন, কৃষক শের আলী ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সদস্য মীর বাবরজান বোরন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, ফুলচাষের জনক শের আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারন সম্পাদক শামিম রেজা, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি তরিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন, সুরোতজান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, কৃষক মীর ফয়জুর রহমানসহ প্রায় ৫ শতাধিক ফুলচাষ সংশ্লিষ্ট নারী-পুরুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।