পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১০

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৮৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সিদ্দিকাবাদ শহরের ওয়ালহার রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

রহিম ইয়ার খানের ডেপুটি কমিশনার (ডিসি) জামিল আহমেদ জামিল দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহত হওয়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ট্রেন উদ্ধারে তৎপরাত চলছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, উদ্ধারকারী কর্মী, পুলিশ ও অন্যান্য বাহিনী উদ্ধার কাজে অংশ নিয়েছেন। সেনাবাহিনীও বিষয়টি তদারকি করছেন।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।