নড়াইলে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার সদর উপজেলার চন্ডীবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চন্ডীবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ্বজিত সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)। এ সময় রবি বিশ্বাস নামে একজন পালিয়ে যায়।

র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় ৮টি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গান পাউডার, তার, সার্কিট ও ২০টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ৫০টি সিম উদ্ধার করা হয়।

মেজর শামীম সরকার বলেন, দীর্ঘদিন যাবত এই চক্রটি সরঞ্জামাদী কিনে এনে বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করতো। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।