ঝিকরগাছায় বাল্য বিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ ও লালকার্ড প্রদর্শণ

যশোরের ঝিকরগাছায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কর্তৃক সংগঠিত নারী সংগঠন (মোবারকপুর ও পারবাজার) পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে শপথ ও লালকার্ড প্রদর্শণ করা হয়েছে।

বুধবার সকালে ঝিকরগাছা সরকারী এম. এল. মডেল হাইস্কুলের ৭ শতাধিক ছাত্রছাত্রীদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা সরকারী এম. এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যাবস্থাপক মোঃ আজাদ রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিষ্ট (গণনাটক) মোঃ বাবুল হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার কাকলী আক্তারসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

শপথ গ্রহণপূর্বে বিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষার্থীর সাথে আলোচনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।