যশোরে ১৬ জুয়াড়িকে কারাদন্ড

jessore map

প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৫ জুয়াড়িকে ১৫ দিন করে এবং ১ জনকে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলা শহরের মাছ বাজার এলাকার শাহাজালাল ওরফে জঙ্গু’র চায়ের দোকানে অভিযান চালিয়ে দোকানি শাহাজালসহ ১৬ জনকে এই দন্ডাদেশ চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।

এ সময় চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, ওসি (তদন্ত) উত্তম কুমার, উপ-পরিদর্শক শহিনুর রহমান উপস্থিত ছিলেন।

একমাসের দন্ডপ্রাপ্ত চৌগাছা উপজেলার মন্মথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহাজালাল ওরফে জঙ্গু (৩৮)। এছাড়া অন্যান্য দন্ডিতরা হলেন- যশোর সদর উপজেলা খোলাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৩০), দোগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৫০) ও মৃত কিফাতুল্লাহ মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৪৫), চৌগাছা পৌরসভার বাকপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আরমান খান (৩৫), একই গ্রামের মোশারফ মল্লিকের ছেলে শাহজামাল মল্লিক (২৮), মৃত. আলী আহাম্মেদের ছেলে জয়নাল শেখ (৩৮), মাঠপাড়া গ্রামের চানমিয়ার ছেলে আব্দুল মজিদ (২৫) ও মৃত তপু বিশ্বাসের ছেলে শরিফ বিশ্বাস (৩০), উপজেলার সিংহঝুলি গ্রামের মইর আলী খানের ছেলে ওয়েজকুরুনি (৪৫), একই গ্রামের মকছেদ আলীর ছেলে কামরুল ইসলাম (৫০) ও বারেক মোল্লার ছেলে জোনায়েদ মোল্লা (২৬), চাঁদপাড়া গ্রামের ওহিদুল ইসলাম দফাদারের ছেলে ইকবাল দফাদার (৪৫), মশিউর নগর গ্রামের মৃত জাহাবক্স দফাদারের ছেলে মিন্টু দফাদার (৩৫) এবং মাড়ুয়া গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে আলী কদর বিশ্বাস (৩২), টেঙ্গরপুর গ্রামের মৃত সফিউল্লাহর ছেলে রবিউল ইসলাম (৪৫)।

ভ্রাম্যমাণ আদালেরত ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭’ আইনে তাদের সাজা দেয়া হয়।

প্রসঙ্গত, ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালতে দোকানি শাহাজালাল ওরফে জঙ্গুকে তিন হাজার টাকা মুচলেকায় ছেড়ে দেয়া হয়। সেসময় তাকে ভবিষ্যতে জুয়া খেলা পরিচালনা না করতে সতর্ক করা হয়েছিল।