যশোরের খাজুরায় পাঁচশতাধিক বৃক্ষ রোপন করলো ‘পল্লী সম্ভার’

খেজুর অথবা খেজুর গাছ নামটি শুনলেই কল্পনায় ভেসে ওঠে এক আরবীয় শহর। কিন্ত খেজুরের রস ও খেজুর গুড় যশোর জেলার সম্পূর্ন নিজেস্ব ও অতি লোভনীয় ঐতিহ্য। এ সব ঐতিহ্য ক্রমান্বয়ে বিলিনের পথে।

বাংলার ঐতিহ্যের বাহক “পল্লী সম্ভার” এর সদস্যদের উদ্যোগে “ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, প্রীতিতে স্মৃতি অটুট রাখি।” এই পতিপাদ্যকে সামনে রেখে অদ্য শুক্রবার (১৬ই আগষ্ট) যশোরের খাজুরা এলাকাতে খেজুর গাছ সহ বিভিন্ন প্রকার প্রায় পাঁচশতাধিক বৃক্ষ রোপন করেণ।

এই ধারাবাহিকতা ধরে রাখতে পল্লী সম্ভারের ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেণ, পল্লী সম্ভারের প্রধান উপদেষ্টা তৌহিদুর রহমান (ফন্টু চাকলাদার), সভাপতি হাসান শাহরিয়ার সিজার, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান) সহ প্রমুখ।