যশোরে ডলার ও ভারতীয় রুপীসহ এক নারী গ্রেফতার

benapole jessore map

যশোর ৪৯ বিজিবি’র একটি টহলদল শনিবার রাতে যশোর বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোষ্টে ঢাকা গামী দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৪০ হাজার ৪শ’ ডলার ও ১৩ লক্ষ ভারতীয় রুপী উদ্ধার করেছে। এসময় সুরাইয়া বেগম নামে এক নারীকে আটক করেছে। তিনি ঢাকার উত্তরার শাহ আলমের স্ত্রী।

বিজিবি জানায়, শনিবার রাত ৯ টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দেশ ট্রাভেলস এর যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৮৮১৬) আমড়া খালী চেকপোষ্টে পৌছুলে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশী কার্যক্রম শুরু করে। এ সময় উক্ত নারী সুরাইয়া বেগমকে গ্রেফতার করে। পরে তার কাছ হতে আমেরিকান ডলার ও ভারতীয় রুপী যা বাংলাদেশের ৪৯ লাখ ৯৪ হাজার টাকার সমান উদ্ধার করে।

গ্রেফতার হওয়ার পর সুরাইয়া বেগম জানান, তিনি নিয়মিত ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি আরবে যাতায়াত করে।

ইতোমধ্যেই তিনি ভারতে প্রায় ১২ বার মালয়েশিয়ায় ৭ থেকে ৮ বার, সিঙ্গাপুরে ৬ থেকে ৭ বার ও সৌদি আরবে ২ থেকে ৩ বার যাতায়াত করেছেন।

তিনি স্বর্ণ পাচারের সাথে জড়িত বলে বিজিবি প্রাথমিকভাবে ধারণা করেছেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলা দিয়েছেন।