মণিরামপুরে ধানের বস্তা থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার

যশোরের মণিরামপুরে ধানের বস্তা থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে থানার এসআই জহির রায়হান উপজেলার টুনিয়াঘরা গ্রামের একটি বসতঘর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এসআই জহির রায়হান জানান, যশোরের শঙ্করপুর গ্রামের মৃত সোবহানের ছেলে ছাব্বির হোসেন বিল্লাল কয়েক বছর আগে মণিরামপুরের টুনিয়াঘরা গ্রামের আব্দুল হকের মেয়ে আলেয়া খাতুনকে বিয়ে করে। আলেয়া তার দ্বিতীয় স্ত্রী। মাঝেমধ্যে বিল্লাল টুনিয়াঘরায় এসে আলেয়ার সাথে থাকে।

জহির রায়হান বলেন, মঙ্গলবার সকালে চারটি ধানের বস্তা নিয়ে আলেয়ার ঘরের বারান্দায় রাখে বিল্লাল। তখন সন্দেহ হলে এলাকাবাসী ধাওয়া দিলে বিল্লাল ও আলেয়া পালিয়ে যায়। এরপর থানায় খবর দিলে আমরা গিয়ে ধানের বস্তাগুলো খুলে পলিথিনের ছয়টি প্যাকেট উদ্ধার করি। পরে সেই প্যাকেট খুললে ১৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।