রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

abdul momen
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আরও কঠোর অবস্থানে যাচ্ছে। এ ইস্যুতে জাতিসংঘ দায় এড়াতে পারে না।’ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ‘১৫ আগস্ট পরবর্তী অভিঘাত’ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির এক আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অবস্থানে আমরা একটু শক্ত হবো। আমরা চিন্তা করছি, একটি আন্তর্জাতিক কমিশন কাজে লাগানো হবে। আন্তর্জাতিক যেসব সংস্থা আছে আমরা তাদের বলছি, আপনারা আমাদের এখানে থেকে কোনও লাভ নেই। আপনারা রাখাইনে যান।’

তিনি আরও বলেন, ‘আমরা মিয়ানমারকে আবারও বলবো, তোমরা বারবার বলেছ, প্রতিশ্রুতি দিয়েছ। এখন তোমরা তোমাদের লোক নিয়ে যাও। যা যা করলে তারা যাবে তা করো। এই ইস্যুটি জাতিসংঘ এড়াতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসংঘ কোনোভাবেই এটা এড়াতে পারে না।’