মণিরামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

monirampur jessore map

যশোরের মণিরামপুরে রাজিয়া সুলতানা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জালালপুর গ্রামে এঘটনা ঘটে। রাজিয়া ওই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ও উপজেলার পাড়ালা গ্রামের ইউনুস আলীর মেয়ে।

পুলিশ জানায়, তিন বছর আগে বিল্লাল-রাজিয়ার বিয়ে হয়। নয় মাস বয়সী মাওয়া নামে ওই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার সকালে জামাই বিল্লালের কাছে ২০ হাজার টাকা ধার চেয়ে ছোটভাই কোরবান আলীকে মেয়ের বাড়ি পাঠান ইউনুস আলী। এই নিয়ে বিল্লাল-রাজিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে গলায় গামছা জড়িয়ে ঘরে ফ্যানের সাথে ফাঁস দিয়ে রাজিয়া আত্মহত্যা করেছে বলে জানানো হচ্ছে।
তবে, এই ব্যাপারে গণমাধ্যমের সাথে কোন কথা বলতে রাজি হননি বিল্লাল।

এদিকে বিল্লালের প্রতিবেশী একাধিক ব্যক্তি জানান, বিয়ের পর থেকে নানা কারণে বিল্লাল রাজিয়াকে নির্যাতন করত। শুক্রবার সকালে তাদের মধ্যে ঝগড়া বাধে। কিছুক্ষণ পরে রাজিয়ার মৃত্যু হয়েছে বলে খবর ছড়ায়। বিল্লাল ও তার পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বলছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কোন কিছু অনুমান করা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।