শালিখায় জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাগুরা জেলার শালিখা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় উপজেলা থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার, উপস্থাপক ও শ্বগতকন্ঠের পরিচালক কাজী শাহেদ নওয়াজ এবং ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন বাংলাদেশ উপ-পরিচালক ও বিতর্ক প্রশিক্ষক নাহিদুর রহমান দূর্জয়। প্রশিক্ষকদ্বয় শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ উচ্চাণের বিভিন্ন দিক, কবিতা আবৃত্তি ও বিতর্কের নানা কলা-কৌশল নিয়ে আলোচনা করেন।

দুপুরে সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন সরস্বতী শিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস। সার্টিফিকেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এ ধরণের গঠনমূলক কার্যক্রমে আরও বেশি অংশ গ্রহণের মাধ্যমে সুন্দর জীবন গড়ার আহবান জানান।

এছাড়া এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, ভবিষ্যতে তা অব্যহত রাখারও অনুরোধ জানান।