মাগুরায় জাগরণী চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাগুরা সদর উপজেলার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বুধবার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাল্য বিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিয়াউল হাসান। শুরুতে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, সাধারণ জ্ঞান দৌড়, মোরগ লড়াই ও ফুটবল। ফুটবলে জাগলা এইচ. এম হাইস্কুল টাইব্রেকারে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে শালিখায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

উপজেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাগুরা সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু সুফিয়ান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিয়াউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনাল ম্যানেজার জনাব মোঃ মিজানুর রহমান, মাগুরা এরিয়া ম্যানেজার জনাব মোঃ দলিল উদ্দীন প্রমূখ।