খুলনায় আ’লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণে আইএসের ‘দায় স্বীকার’

খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ‘দায় স্বীকার’ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ এ তথ্য জানিয়েছে।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামতগুলো সংগ্রহ করেন। তবে এ বোমা হামলার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর মোবাইল ফোনে জানান, বিস্ফোরিত বোমাটি টাইম বোমা বা রিমোট কন্ট্রোল বোমা ছিল কি-না তা বোমা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নীরিক্ষা করে দেখছেন। প্রকৃতপক্ষে কারা কী উদ্দেশ্যে এ বোমা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় শিরোমনি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এক যুবক একটি ব্যাগ রেখে চলে যায়। এর ১০ মিনিট পর বিকট শব্দে ব্যাগের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়। তখন দলীয় কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে কার্যালয়ের চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়।