নরেন্দ্রপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ মত বিনীময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার।

প্রধান অতিথি কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন- সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে সম্পূর্ণ নির্মূলে সর্বচ্চ আইনের সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের টুআইসি-১ এএসআই কাজী মনিরুজ্জামান, ইউপি সদস্য সুজিত বিশ্বাস, ইউপি সদস্য বাবুল আক্তার বাবু, ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম মুন্সি, ইউপি সদস্য রফিকুল ইসলাম খান, ইউপি সদস্য শওকত আলী, ইউপি সদস্য আজিম বিশ্বাস, ইউপি সদস্য ফসিয়ার রহমান, ইউপি সদস্য হযরত আলী, ইউপি সদস্য আলেয়া বেগম, ইউপি সদস্য রাণু বেগম টুনি, ইউপি সচিব সিদ্দিক আলী, কার্যসহকারী সাংবাদিক আলমগীর কবির, সাংবাদিক গোলাম মোস্তফা, রাইটস যশোরের বিসিটিআইপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর রুহুল কুদ্দুস শাকিল সহ নরেন্দ্রপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যবৃন্দ।