অভয়নগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই পতিপাদ্যকে ধারন করে অভয়নগর থানার আয়োজনে শনিবার সকালে শিল্প বাণিজ্য বন্দর নগরী নওয়াপাড়ায় কমিউনিটিং পুলিশ সপ্তাহ পালিত হল। এ উপলক্ষ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচায্র্ মোঃ তাজুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।

এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নায়না খাতুন, পুলিশিং কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীনারা পারভীন, ফারাজী মাসুদুর টিটো, সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, রাজনৈতিক নেতা, শিক্ষক ছাত্র ছাত্রী মিলে শত শত লোক।আলোচনার পূর্বে একটি বর্ণঢ্য র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।