যশোর র্যাব-৬ সদস্যরা শহরের রেলগেট কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, বোমা, চাইনজ কুড়াল, হাসুয়া ও ছুরিসহ তুহিন মোল্লা (২৬) নামে এক মাদক সন্ত্রাসীকে আটক করেছে। আটক তুহিন মোল্লা রেলগেট কলাবাগান পাড়ার বাসার মোল্লার ছেলে।
যশোর র্যাব-৬ এর ডিএডি কামরুজ্জামান জানান, তার নেতৃত্বে র্যাবের একদল সদস্য ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় গোপনে খবর পায় রেলগেট কলাবাগান এলাকায় তুহিনের বাড়ি কতিপয় ব্যক্তি মাদক বেচাকেনা করছে। একই সাথে তারা অস্ত্র ও বোমা মজুত রেখেছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে আটক করা হয়। এসময় তুহিনের সহোযোগি পলাশ, সাব্বির, সাগর, রাকিব, ও রতন পালিয়ে যায়। তুহিন পলাতকদের নাম র্যাব সদস্যদের জানায়। পরে আটক তুহিনের স্বীকারোক্তি অনুযায়ি তার শয়ন কক্ষের খাটের নীচ থেকে একটি দেশি তৈরি ওয়ানসুটার গান, ২ টি চাইনিজ কুড়াল, ১ টি ছোরা, ১ টি হাসুয়া, ১ টি স্টীলের চাকু, ও ৮ টি বোমা উদ্ধার করা হয়।
র্যাব সদস্যরা জানায়, ধৃত তুহিন ও পলাতকরা দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশি অস্ত্রশস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে বলে ধারনা করা হচ্ছে। আটক তুহিনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-A/(F) তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং-৭৫। তারিখঃ ২৬.১০.১৯।