মাগুরায় অধ্যক্ষ হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

মাগুরার মহম্মদপুরের অধ্যক্ষ আব্দুর রউফ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শনিবার মানববন্ধন করেছেন তার প্রতিষ্ঠিত হাজি মোসলেম উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও রিজিয়া-রুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা।

দুপুরে হাজি মোসলেম উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও রিজিয়া-রুবিয়া দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন হয়।

এসময় অধ্যক্ষ রউফের মামা হাবিবুর রহমান অভিযোগ করেন, চলতি বছরের মার্চ মাসে দিবালোকে মহম্মদপুর উপজেলার বড়রিয়া নতুন বাজার থেকে ধরে নিয়ে পান্নু মোল্যা এবং তার সহযোগীরা রিজিয়া-রুবিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ রউফকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে অধ্যক্ষ রউফের ভাই আব্দুল ওহাব মিলন বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পান্নু মোল্যাকে প্রধান আসামি করে মামলা করেন। গত চার মাস পুর্বে মামলার চার্জশিট দাখিল হলেও অদ্যাবধি চারজন আসামি এখন পর্যন্ত নিম্ন আদালতে হাজির হননি। ফলে তাদের পলাতক দেখিয়ে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হতে বাধাগ্রস্ত করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমরা অধ্যক্ষ রউফ হত্যার বিচার নিয়ে সন্দিহান হয়ে পড়েছি। আমরা বাদী পক্ষ নিরুপায় হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করছি।’