খুলনায় মার্কেটে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভষ্মিভূত

খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি শীত কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরনো ছোট-বড় ৩৫টি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সকালে লাগাই এই আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।