পূবালী ব্যাংক লিমিটেডের ৬০ বছর পূর্তিতে যশোরে ৪৭৪তম বিসিক শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের নড়াইল রোডে এই শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুজ্জামান। বিসিক শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শাখার ব্যবস্থাপক মারুফ হাসান।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক জাহাঙ্গীর কবীর, শেখ আবু তালেব, হাজী ঈমান আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ এইচ এম কামরুজ্জামান বলেন, পূবালী ব্য্যাংক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয নিয়ে এগিয়ে চলেছে। সকল প্রকার ডিপোজিট স্ক্রিম ও অগ্রীম সুবিধাসহ স্বাধীন সঞ্চয় স্বপ্নপূরণ, ডিপোজিট পেনশন স্ক্রিম, ডেবিট ও ক্রেডিট কার্ড, অনাবাসিক ঋণ, শিক্ষা সঞ্চয় প্রকল্পসহ সকল প্রকার কর্মসূচি৭ গ্রহণ ও বাস্তবায়ন করে দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে চলেছে।