যশোরে ভটভটি চাপায় সবজি চাষী নিহত

যশোর সদর উপজেলায় ইঞ্জিনচালিত ভটভটি চাপায় এক সবজি চাষী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই সবজি চাষী। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবজি চাষী হলেন জামির হোসেন(৬২)। তিনি সদর উপজেলার কমলাপুর গোবিলা গ্রামের আনসার মণ্ডলের ছেলে। আহত অপর দুই সবজি চাষী হলেন- একই গ্রামের আকবর আলী(৪৫) ও হাসান আলী(৪৫)। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান আলী জানান, আজ সকালে তাঁরা তিন সবজি চাষী খেতের সবজি ইঞ্জিনচালিত ভটভটিতে করে বারোবাজার সবজির হাটে বিক্রি করতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে ভটভটিটি সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামে পৌঁছায়। এ সময় ভটভটিটি অ্যাক্সেল ভেঙ্গে উল্টে যায়। এতে তাঁরা তিনজনই ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামির হোসেন মারা যান।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক এম আর হাসান বলেন, দুর্ঘটনায় আহত জামির হোসেন মারা গেছেন। আহত দুই জনের মধ্যে আকবর আলীর অবস্থা আশংকাজনক।

যশোরে কোতয়ালী থানার উপপরিদর্শক(এসআই) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।