শার্শায় ইটভাটাই কৃষিজমি ব্যবহার করায় জরিমানা

যশোরের শার্শার চটকাপোতায় এসএনবি ব্রিকস নামক ইটভাটাই অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে শার্শার চটকাপোতা এসএনবি ব্রিকস এ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করে।

অভিযান পরিচালনাকারী শার্শা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটার উপর অভিযানকালে দেখা যায়, এসএনবি ব্রিকস অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে। বৈধ কাগজপত্র চাওয়া হলে দেখাতে ব্যর্থ হয়। উক্ত ইটভাটাকে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায়, জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার করায় এবং কৃষিজমির মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর পরিপন্থী। এ অপরাধে ওই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ দিকে, এসএনবি ব্রিকস এর মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু সরিয়ে নিয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।