বিএসপির সাহিত্য সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর’র ১৯৮তম মাসিক সাহিত্য সভা ও কবি আমিরুল ইসলাম রন্টুর সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল খালেক, শিক্ষাবিদ কানাইলাল বিশ্বাস।

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, নূরজাহান আরা নীতি, আবুল হাসান তুহিন, অ্যাড. মাহমুদা খানম।

পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুভূতি ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি আমিরুল ইসলাম রন্টু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- লায়লা বেগম, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, এ এফ এম মোমিন যশোরী, সনৎ কুমার কুন্ডু, শামীম বাদল, হুমায়ুন কবীর, মহব্বত আলী মন্টু, মুস্তাক মহম্মদ, মোহাম্মদ শামীম, মনিরুজ্জামান, রতন দত্ত, শাহরিয়ার সোহেল, মো: আ: আলীম, মানবেন্দ্র কুমার সাহা, মো: আনোয়ারুল করিম ডা: মো: আক্তার হোসেন, রেজাউল করিম রোমেল, সুমন বিশ্বাস,গোবিন্দ্র চন্দ্র মো: নজরুল ইসলাম, মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ।