যশোরের সিরাজসিংহে ঐতিহ্যবাহী হাডুডু টুনামেন্ট প্রতিযোগিতা

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১৬ দলের হাডুডু টুনামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যশোরের সিরাজসিংহ হাতেরহাট মাঠে। বুধবার (৮ জানুয়ারি) সদর উপজেলা রামনগর ইউনিয়নের সিরাজসিংহ-হাতেরহাট মাঠে স্থানীয় হাডুডু প্রেমি ইউপি সদস্য ইকবাল হোসেনসহ এলাকাবাসীর উদ্দ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রধান আকর্ষন ছিলো টাইগার কবীর।

বুধবারের প্রতিযোগিতায় কাশিমনগর বনাম ভোজগাতি অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও ওয়ান নিউজ বিডির ভারপ্রাপ্ত সম্পাদক জাহিদুল কবীর মিল্টন। এতে ২-০ পয়েন্টে কাশিমনগর জয়লাভ করে।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ইকবাল হোসেন, আব্দুল লতিফ গাজী, আব্দুস সামাদ সর্দার, রেজাউল সর্দার, রায়হান গাজী, জামাল গাজী, সিরাজুল ইসলাম, মণিরুল ইসলাম, নাসির উদ্দিন, রাশেদ সর্দার প্রমুখ।
এই হাডুডু প্রতিযোগিতা দেখার জন্য আশেপাশের হাজার হাজার মহিলা-পুরুষসহ নানা বয়সের মানুষ ভিড় করেন।

এসময় আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক মুক্ত করা ও নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাকে তুলে ধরার লক্ষ্যে এই প্রতিযোগিতা।