ভুল অস্ত্রোপচারে মাগুরায় চিকিৎসকের কারাদণ্ড

ভুল অস্ত্রোপচারের অপরাধে মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিৎসক নন্দ দুলালকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।

তবে সাজাপ্রাপ্ত চিকিৎসকের পক্ষের আইনজীবী একই আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে জেলার হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের অস্ত্রোপচারের সময় ভুলে মূত্রনালি কেটে ফেলেন। চিকিৎকের এই ভুলের কারণে সালমা খাতুন পরে পঙ্গু হয়ে যান। এ ব্যাপারে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদী হয়ে আদালতে (মাগুরা-জে আর-৩০০) মামলা ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় নন্দ দুলালের স্বীকারোক্তি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী কুমুদ রঞ্জন জানান, আপিলের শর্তে একই আদালতে আসামির জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়।