যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে যশোরে অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২০) যশোর জিলা স্কুলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ কর্মশালা।

সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় যশোরের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার, উপস্থাপক ও শ্বগতকন্ঠের পরিচালক কাজী শাহেদ নওয়াজ এবং ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন বাংলাদেশ সহকারী পরিচালক ও বিতর্ক প্রশিক্ষক ফয়সাল মাহমুদ।

প্রশিক্ষকদ্বয় শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ উচ্চাণের বিভিন্ন দিক, কবিতা আবৃত্তি ও বিতর্কের নানা কলা-কৌশল নিয়ে আলোচনা করেন।

দুপুরে সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হায়দার আলী। সার্টিফিকেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিদ্বয় শিক্ষার্থীদের এ ধরণের গঠনমূলক কার্যক্রমে আরও বেশি অংশ গ্রহণের মাধ্যমে সুন্দর জীবন গড়ার আহবান জানান।

এছাড়া এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, ভবিষ্যতে তা অব্যহত রাখারও অনুরোধ জানান।