বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে : নাবিল আহম্মেদ

যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ বলেছেন, মুজিব বর্ষের অঙ্গিকার হবে, দেশকে সোনার বাংলা গড়ার। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

শুক্রবার যশোর সদরের ৬নং কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাবিল আহমেদ বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তিনি সকলকে দূর্ণীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইন্তাজ আলী আলোচনা সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মেহেদী হাসান মিন্টু। ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ইজাহার আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মনজুর নাহার সোনালী, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা মোর্কারম হোসেন টিপু, সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর।