যশোরের নাভারনে স্কুল ব্যাগে পাওয়া গেল মালিক বিহীন স্বর্ণ

যশোরের শার্শা উপজেলার নাভারন থেকে ৬২০ গ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় সেখানে কেউ এই স্বর্ণের মালিক বলে দাবি করেনি।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নাভারন রেলষ্টেশন মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ন উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন ষ্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে ২ পিস স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণের আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৭২ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ বিজিবির হেফাজতে মজুদ আছে বলে তিনি জানান।