নড়াইলে সুলতান মেলায় ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে সুলতান মেলার ১০ম দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে । জেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এস,এম ,সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্ম জসিম উদ্দিন পিপিএম (বার), বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুর জামান কোহিনুর । এ সময় জেলা প্রশাসণ, এস,এম ,সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সুলতান ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মেলা উপলক্ষে এবার সুলতান স্বর্ণপদক পাচ্ছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি শিক্ষক ড. ফরিদা জামান । মেলার সমাপনী দিন অর্থাৎ ২৭ জানুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্যাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করবেন।