যশোরের রহেলাপুরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা

যশোর সদর উপজেলার হাশিমপুর মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রহেলাপুর যুব সংঘের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৭টি গাড়ি অংশ নেয়। বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত হন দর্শকেরা। ব্যতিক্রমী গরুর গাড়ির দৌড় দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। এর মধ্যে নারী দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ছয় রাউন্ড দৌড় শেষে প্রতিযোগিতায় বাঘারপাড়ার জলকরের রহমতের গরুর গাড়ি প্রথম, একই উপজেলার সুখদেবপুরের নজরুল ইসলামের গরু গাড়ি দ্বিতীয় ও সদরের ফুলবাড়ির মনিরের গরুর গাড়ি তৃতীয় স্থান অর্জন করে। খেলা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ওমর আলী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, কাশিমপুর ইউনিয়নের সমাজ সেবক সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক জাতীয় রেফারি জিল্লুর রহমান ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম। মাষ্টার আব্দুল্লাহ আল ক্বাফী ও নাজিম হোসেনের অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ওহিদুর রহমান তরফদার, জেলা মহিলালীগ নেত্রী আফরোজা মিমি প্রমুখ।