করোনা পরিস্থিতি মোকাবিলায় ১২শ’ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

world bank

বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় ১২শ’ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক। সদস্য দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই অর্থ ব্যয় করা হবে।

করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০১ জন, আর আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৮০১ জন। এখন পর্যন্ত ৭২টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে।

করোনা সঙ্কট মোকাবিলার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, মহামারী থেকে মানুষকে রক্ষা করার জন্য আরও ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রোগের নজরদারি জোরদার এবং অর্থনীতির ওপর চাপ কমাতে বেসরকারি খাতের সঙ্গে একাত্ম হযে কাজ করতে এই অর্থ ব্যয় করা হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।