২১ বছরের রেকর্ড ভেঙে দিলেন তামিম-লিটন!

একেই বুঝি বলে দুর্ভাগ্য! প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। আজ শেষে ম্যাচে টসে জিতে কী বুঝে যে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে। নিজের সিদ্ধান্তেই হয়তো এখন চুল ছিড়তে ইচ্ছে করছে অধিনায়ক শন উইলিয়ামসের। ওপেনিং জুটিতেই যে স্কোরবোর্ডে ১৭৪ রান জমা করে ফেলেছে বাংলাদেশ।

সেই সঙ্গে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভেঙে দিয়েছেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন অপির গড়া ২১ বছর আগের রেকর্ড।

১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ওপেনিং জুটিতে ১৭০ রান করেছিল শাহরিয়ার-মেহরাব জুটি। এবার ২১ বছর পর সেই রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে নিলেন তামিম-লিটন। ভেন্যু ভিন্ন হলেও একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৩ ওভারে বিনা উইকেটে ১৮০ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন (১০১) ও তামিম (৭৮)।