মদপানে করোনামুক্তির প্রচার, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সারা বিশ্বে বহু মানুষের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এতে করে হু হু করে ছড়াচ্ছে আতঙ্কও।পাশাপাশি ছড়াচ্ছে গুজবও। অনেকে অনলাইনে এ থেকে মুক্তির বিভিন্ন উপায় বাতলে দিচ্ছেন। সেসব বিশ্বাসও করে ফেলছেন অনেকে। কেউ বলছে, মুরগি খেলে করোনা হবে; কারো মতে, গোমূত্র পান করলে এই রোগ সারবে; আবার কোথাও কোথাও বলা হচ্ছে, মদপান করলেই নাকি করোনাভাইরাস সেরে যাবে!

মদপানে করোনা থেকে মুক্তি মিলবে এমন প্রচারের পরিপ্রেক্ষিতে মুখ খুলতে হলো বিশ্ব স্বাস্থ সংস্থাকেও (ডব্লিউএইচও)। তারা জানিয়েছে, মদপানের সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। এই ভাইরাস শরীরে একবার প্রবেশ করলে তারপর মদ খেলে বা গায়ে মদ স্প্রে করলেও হেরফের হবে না। বরং নাকে-মুখে-চোখে অ্যালকোহল ঢুকলে অন্য বিপত্তি হতে পারে।

ডব্লিউএইচও বলছে, হাত পরিষ্কার বা আপনার আশপাশ পরিস্কার করার জন্য অ্যালকোহল বা ক্লোরিন ব্যবহার করা যেতে পারে। তবে তার সঠিক পদ্ধতি জেনে নিয়ে তবেই ব্যবহার করবেন। ৬০ শতাংশের বেশি অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু মরে যায়। পাশাপাশি প্রয়োজন না হলে মুখে হাত দেবেন না।